menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Bondi Karagare আমি বন্দি কারাগারে

Mujib Pardeshihuatong
scooby64138huatong
歌词
作品
আমি বন্দি কারাগারে

ছবি বেদের মেয়ে জোছনা

শিল্পী মুজিব পরদেশী

...

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

আছি গো মা বিপদে

বাইরের আলো

চোখে পড়েনা মা

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

জেলখানার সম্বল

থালা বাটি কম্বল

এছাড়া অন্য কিছু মেলেনা মা

জেলখানার সম্বল

থালা বাটি কম্বল

এছাড়া অন্য কিছু মেলেনা

সকাল আর সন্ধায়

দুইটি রুটি দেয়

রুটি খেয়ে

পেট ভরেনা মা

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

..

শনিবার আর মঙ্গলবার

তোমার আমার দেখাবার

তাও তো দেখা তুমি করোনা মা

শনিবার আর মঙ্গলবার

তোমার আমার দেখাবার

তাও তো দেখা তুমি করোনা

আর জ্বালা সয়না

প্রাণে যে মানেনা

মশার কামড়ে ঘুম ধরেনা

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

...

আমি দুঃখের দুঃখী

কবে হব সুখী

তাও তো জেনে

তুমি বলনা মা

আমি দুখের দুখী

কবে হব সুখী

তাও তো জেনে তুমি বলনা

রাউটার আর সিম

সকলে ডাকে নাম

আমার নাম ডাক পড়েনা মা

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

আছি গো মা বিপদে

বাইরের আলো

চোখে পড়েনা মা

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

更多Mujib Pardeshi热歌

查看全部logo

猜你喜欢