menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Kemon Kore Potro Likhi Re

Mujib Pardeshihuatong
njnmaiwnhuatong
歌词
作品

আমি কেমন করে.....

পত্র লিখি রে... বন্দু....

গ্রাম পুষ্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে.....

পত্র লিখিরে বন্দু......

গ্রাম পুষ্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

বন্দু রে...বন্দু রে......

হইতায় যদি দেশের ও দেশি...

সেই চরনে হইতাম দাসি গো

বন্দু রে.........।

হইতায় যদি দেশের ও দেশি

সেই চরনে হইতাম দাসি গো

আমি দাসি হইয়া ........

সঙ্গে যাইতাম গো...বন্দু...

শুনতাম না কারো মানা...

তোমায় আমি হলেম অচেনা

বন্দু রে......বন্দু রে...

শুইলে না আসে রে নিদ্রা

খনে খনে আসে তনদ্রা গো

বন্দু রে......

শুইলে না আসে রে নিদ্রা

খনে খনে আসে তনদ্রা গো

আমি স্ব্পন দেখে ......

যেগে উটি রে বন্দু......

কেন্দে বিজাই বিচানা...

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে

পত্র লিখিরে বন্দু

গ্রাম পুষ্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

更多Mujib Pardeshi热歌

查看全部logo

猜你喜欢