তখন গড়াই নদীর বুকে খরা
শিল্পী মনির খান
Upoaded By NASIR BMG
Please Follow Me and Get Un common
all Hi vocal music Thanks All
তখন গড়াই নদীর বুকে খরা;
আমার প্রেমের নদী ছিলো ভরা।
বালুচরে সারা রাত ছিলাম দুজন
দু'টি ফুলের একটি তোড়া
ও ও গড়াই নদীর বুকে খরা
Upoaded By NASIR BMG
Please Follow Me and Get Un common
all Hi vocal music Thanks All
সে রাত ছিল শুধু ভাল যে বাসার,
কাছাকাছি তবু আরো কাছে আসার
সে রাত ছিল শুধু ভাল যে বাসার,
কাছাকাছি তবু আরো কাছে আসার
এতো কাছে এসেও এতো ভালবেসেও
ভাঙল সে প্রেমের জোড়া
ও ও গড়াই নদীর বুকে খরা
Upoaded By NASIR BMG
Please Follow Me and Get Un common
all Hi vocal music Thanks All
সেদিন ছিল শুধু হৃদয় বোঝার,
চোখে চোখ চেয়ে আরো কত কি খোঁজার
সেদিন ছিল শুধু হৃদয় বোঝার,
চোখে চোখ চেয়ে আরো কত কি খোঁজার
এতো খুঁজে খুঁজেও গেছি আমি বুঝেও
আমারি তো কপাল পোড়া
ও ও গড়াই নদীর বুকে খরা
আমার প্রেমের নদী ছিলো ভরা
বালুচরে সারা রাত ছিলাম দুজন
দু'টি ফুলের একটি তোড়া
ও ও গড়াই নদীর বুকে খরা
Thanks All