menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Hiyaro Majhare

Nishita baruahuatong
Ghost_Town☠️huatong
歌词
作品
তোমার হিয়ারও মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে

তোমার হিয়ারও মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে

পাখিটারে গোপনে

রাইখো বুকে যতনে

পাখিটারে গোপনে

রাইখো বুকে যতনে

নইলে একদিন কান্দিবে

@SmhdRafique

পাখিটার নাম অঞ্জনা

দেখতে পাখি মন্দ না

ডাক দিলে হৃদয় ডালে বসিবে

পাখিটার নাম অঞ্জনা

দেখতে পাখি মন্দ না

ডাক দিলে হৃদয় ডালে বসিবে

পাখি বড় সেয়ানা

প্রেম ছাড়া সে বোঝে না

পাখি বড় সেয়ানা

প্রেম ছাড়া সে বোঝে না

ভালোবাসলে সে ও বাসিবে

নইলে একদিন কান্দিবে

@SmhdRafique

পাখির বাড়ি প্রেম নগর

মধ্যে একখান শূন্য ঘর

অতি কাছে ডাক দিলে সে শুনিবে

পাখির বাড়ি প্রেম নগর

মধ্যে একখান শূন্য ঘর

অতি কাছে ডাক দিলে সে শুনিবে

কুহু সুরে ডাক দিলে

প্রেমের পাখি যায় গলে

কুহু সুরে ডাক দিলে

প্রেমের পাখি যায় গলে

বারণও না শুনে সে যে আসিবে

নইলে একদিন কান্দিবে

@SmhdRafique

এ হেনো যৌবনও কাল

ফুটলো ফুল গন্ধে মাতাল

আর কত দূরে বলো থাকিবে

এ হেনো যৌবনও কাল

ফুটলো ফুল গন্ধে মাতাল

আর কত দূরে বলো থাকিবে

জাহাঙ্গীর রানা কয় তোর

হিয়াতে বানাইয়া ঘর

জাহাঙ্গীর রানা কয় তোর

হিয়াতে বানাইয়া ঘর

হৃদয় বিছাইয়া কাছে টানিবে

নইলে একদিন কান্দিবে

তোমার হিয়ারও মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে

তোমার হিয়ারও মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে

更多Nishita barua热歌

查看全部logo

猜你喜欢