menu-iconlogo
huatong
huatong
avatar

Suto Kata Ghuri by UnKnownNF

Nodi/Akasshhuatong
◄◉⃝❤⃝UNKNOWN◄◉⃝❤⃝🕊𝑵𝑭huatong
歌词
作品
মেয়ে

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি

ছেলে

আমি তোর সাথে উড়বো

আমি তোর সাথে ঘুরবো

তোর সাথে দিনে রাতে

খেলবো লুকোচুরি

মেয়ে

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি

ছেলে

ও তোর মনের গহীন জলে

ফেলবো প্রেমের বড়শি

মাছের মতন ঠোকর দিবি

দেখুক পাড়া-পড়শী

মেয়ে

কোমরের ওই বিছা দিয়ে

তোকে বেঁধে রাখবো

কাজল ধোয়া চোখ নিয়ে

তোরি ইশারাতে ডাকবো

ছেলে

আমি তোর স্বপ্ন দেখবো

বুকে তোর ছবি আঁকবো

তোর সাথে বৈঠা হাতে

দেবো সাগর পাড়ি

মেয়ে

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি

ছেলে

ও তোর কারণে হাজার বছর

জন্ম আমি নেবো

এই পৃথিবীর সবটুকু সুখ

তোকেই আমি দেবো

মেয়ে

দুঃখের কাঁটা বিঁধুক পায়ে

তোর কাছে তো আসবো

না পেলেও অনেক পাওয়ার

স্বপ্নে আমি ভাসবো

ছেলে

আমি তোর সাথে বাঁচবো

আমি তোর সাথে মরবো

হীরা-মানিক চাই না আমার

প্রেমেরই ভিকারী

মেয়ে

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি

ছেলে ও মেয়ে

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

更多Nodi/Akassh热歌

查看全部logo

猜你喜欢