menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Mane Tumi

Pagla imranhuatong
earleybanhuatong
歌词
作品
আমার কাছে তুমি মানে সাত রাজার ধন

আমার কাছে তুমি মানে অন্যরকম

তোমার কাছে হয়তো, বন্ধু, আমি কিছু না

তাই তো তোমার স্বপ্নে, বন্ধু, আমি আসি না

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমার কাছে তুমি মানে রাতের ধ্রুবতারা

তোমায় আমি রাত জাগিয়া দেই, বন্ধু, পাহারা

আমার কাছে তুমি মানে রাতের ধ্রুবতারা

তোমায় আমি রাত জাগিয়া দেই, বন্ধু, পাহারা

আমার কাছে তুমি মানে রাতের ধ্রুবতারা

তোমায় আমি রাত জাগিয়া দেই, বন্ধু, পাহারা

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমার কাছে তুমি মানে আমার সবকিছু

তাই পাগলের মতো ছুটি তোমার পিছু

তোমার কাছে হয়তো পাগল ছাড়া কিছু না

তাই তো দেখে হাসো আমায়, ওরে ললনা

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমার কাছে তুমি মানে রাতের ধ্রুবতারা

তোমায় আমি রাত জাগিয়া দেই, বন্ধু, পাহারা

তোমার কাছে হয়তো, বন্ধু, আমি কিছু না

তাই তো তোমার স্বপ্নে, বন্ধু, আমি আসি না

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমার কাছে তুমি মানে রাতের ধ্রুবতারা

তোমায় আমি রাত জাগিয়া দেই, বন্ধু, পাহারা

আমার কাছে তুমি মানে রাতের ধ্রুবতারা

তোমায় আমি রাত জাগিয়া দেই, বন্ধু, পাহারা

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

আমার কাছে আমার চেয়েও, বন্ধু, তুমি দামি

更多Pagla imran热歌

查看全部logo

猜你喜欢