এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
এখন আমার আর কোন চাওয়া নেই
ব্যাথার সাগর মরুভূমিতে
এখন আমার আর কোন চাওয়া নেই
ব্যাথার সাগর মরুভূমিতে
এভাবে পথও চলা
কথা বলা নিজের সাথে
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
অযাচিত কিছু ভাবনা এসে
ভাবায় আমায় কেনো জানি নিমিষে
অযাচিত কিছু ভাবনা এসে
ভাবায় আমায় কেনো জানি নিমিষে
অভিযোগ নেই বলবো না
সব আছে বুকেরই মাঝে
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই