menu-iconlogo
huatong
huatong
priyangbada-banerjee-sobai-chole-gechhe-cover-image

Sobai Chole Gechhe

Priyangbada Banerjeehuatong
parn.akumahuatong
歌词
作品
সবাই চলে গেছে

শুধু একটি মাধবী তুমি এখনো তো ঠিকই ফুটে আছো

কেন?

কত আর চেয়ে চেয়ে দেখে যাবে আমায়

চোখের জলে একাকার?

সবাই চলে গেছে

সবাই চলে গেছে

শুধু একটি মাধবী তুমি এখনো তো ঠিকই ফুটে আছো

কেন?

কত আর চেয়ে চেয়ে দেখে যাবে আমায়

চোখের জলে একাকার?

সবাই চলে গেছে

হাওয়া নেই, রাত নেই, হায়

দিনও যে মেঘে ঢেকে গেছে

শুধু একরাশ ব্যথা রেখে গেছে

এখন একটি মাধবী, তুমি তোমার চোখের করুণা দিয়ে

আর কতটুকু ভরাবে বলো আমায়

সবাই চলে গেছে

একা একা বেশ আছি, কেউ নেই

তাই কারো তরে অজস্র চিন্তার ঢেউ নেই

তুমিও যদি চাও, আজ আমাকে ছেড়ে যেতে পারো

আমি চাই যে একেলা হতে আরও

এখন একটি মাধবী তুমি, তোমার অসীম করুণা দিয়ে

আর মায়াভরা বাঁধনে বেঁধো নাকো আর

সবাই চলে গেছে

更多Priyangbada Banerjee热歌

查看全部logo

猜你喜欢