menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Keho Nai || আমার কেহ নাই - by RA RASEL

RA RASELhuatong
𝄞⍣⃟💞𝑹𝑨👑𝑹𝑨𝑺𝑬𝑳⍣⃟💞🇧🇩𝄞࿐★huatong
歌词
作品
একটু অপেক্ষা করুন

আমি ছাড়া আমার কেহ নাই,

কেহ নাইরে,

আমি ছাড়া আমার কেহ নাই।

কয়লা পোড়া অন্তর খানি,

ঝড়াইয়া দুই চোখের পানিহ।

কয়লা পোড়া অন্তর খানি,

ঝড়াইয়া দুই চোখের পানি।

দিবারাত্র আমি যে নিভাইই...

আমি ছাড়া আমার কেহ নাই,

কেহ নাইরে,

আমি ছাড়া আমার কেহ নাই...

মিউজিক আপলোড-

RA RASEL

যে পুড়াইলো, আমার অন্তর

তারে পুষি বুকের ভেতর,

এমন দহন যায় না সহন

তবুওও লুকাই....

যে পুড়াইলো আমার অন্তর

তারে পুষি বুকের ভেতর,

এমন দহন যায় না সহন

তবুওও লুকাইই..

আমি ছাড়া আমার কেহ নাই,

কেহ নাইরে,

আমি ছাড়া আমার কেহ নাই।

কয়লা পোড়া, অন্তর খানি

ঝড়াইয়া দুই চোখের পানিহ

কয়লা পোড়া অন্তর খানি

ঝড়াইয়া দুই চোখের পানি

দিবারাত্র আমি যে নিভাইই

আমি ছাড়া আমার কেহ নাই,

কেহ নাইরে,

আমি ছাড়া আমার কেহ নাই।

রুম নাম্বার: ১০০৫৪৫৮

ফ্যামিলি: ১৫৮৪৩৮৯

ভূল মানুষের প্রেমের ফাঁদে

ভরলো জীবন আজ বিষাদেহ

থাকুক ভালো করে আলো

পরের ঘর টায়....

ভূল মানুষের প্রেমের ফাঁদে

ভরলো জীবন আজ বিষাদেহ

থাকুক ভালো করে আলো

পরের ঘর টায়....

আমি ছাড়া আমার কেহ নাই,

কেহ নাইরে,

আমি ছাড়া আমার কেহ নাই।

কয়লা পোড়া, অন্তর খানি

ঝড়াইয়া দুই চোখের পানি

কয়লা পোড়া অন্তর খানি

ঝড়াইয়া দুই চোখের পানি

দিবারাত্র আমি যে নিভাইই

আমি ছাড়া আমার কেহ নাই,

কেহ নাইরে,

আমি ছাড়া আমার কেহ নাই।

কয়লা পোড়া, অন্তর খানি

ঝড়াইয়া দুই চোখের পানি

কয়লা পোড়া অন্তর খানি

ঝড়াইয়া দুই চোখের পানি

দিবারাত্র আমি যে নিভাইই

আমি ছাড়া আমার কেহ নাই,

কেহ নাইরে,

আমি ছাড়া আমার কেহ নাই।

ধন্যবাদ

更多RA RASEL热歌

查看全部logo

猜你喜欢