menu-iconlogo
huatong
huatong
avatar

Boro Asha Kore Eshechi Go

Rabindra Sangeethuatong
michels1021huatong
歌词
作品

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

ফিরায়ো না জননী

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

ফিরায়ো না জননী।

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

দীনহীনে কেহ চাহে না.

তুমি তারে রাখিবে জানি গো

আর আমি যে কিছু চাহি নে

চরণতলে বসে থাকিব

আর আমি যে কিছু চাহি নে

জননী ব’লে শুধু ডাকিব

তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা

কেঁদে কেঁদে কোথা বেড়াব

ওই যে হেরি তমসঘনঘোরা গহন রজনী

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

ফিরায়ো না জননী

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

ফিরায়ো না জননী

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

দীনহীনে কেহ চাহে না

তুমি তারে রাখিবে জানি গো

আর আমি যে কিছু চাহি নে

চরণতলে বসে থাকিব

আর আমি যে কিছু চাহি নে

জননী ব’লে শুধু ডাকিব

তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা

কেঁদে কেঁদে কোথা বেড়াব

ওই যে হেরি তমসঘনঘোরা গহন রজনী

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

ফিরায়ো না জননী

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

ফিরায়ো না জননী

বড়ো আশা ক'রে এসেছি গো কাছে ডেকে লও

更多Rabindra Sangeet热歌

查看全部logo

猜你喜欢