menu-iconlogo
huatong
huatong
avatar

Mor Bina Othe Kon Sure Baje

Rabindranath Tagore/Akashhuatong
rollino2huatong
歌词
作品
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীনা ওঠে কোন সুরে বাজি।

আসে কোন্ তরুণ অশান্ত

উড়ে বসনাঞ্চলপ্রান্ত,

আসে কোন্ তরুণ অশান্ত

উড়ে বসনাঞ্চলপ্রান্ত,

আলোকের নৃত্যে বনান্তে

মুখরিত অধীর আনন্দে।

মোর বীনা ওঠে কোন সুরে বাজি

কোন নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন সুর বাজি।

অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে

অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে

অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে

অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে

কার পদপরশন আশা

তৃণে তৃণে অর্পিল ভাষা।

কার পদপরশন আশা

তৃণে তৃণে অর্পিল ভাষা।

সমীরণ বন্ধনহারা উন্মন কোন্ বনগন্ধে

মোর বীণা ওঠে কোন সুরে বাজি

কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন সুরে বাজি

মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি।

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি।

更多Rabindranath Tagore/Akash热歌

查看全部logo

猜你喜欢