menu-iconlogo
huatong
huatong
redzash-boii-shundori-furi-goh-cover-image

Shundori Furi Goh

REDZ/Ash Boiihuatong
nancykehhuatong
歌词
作品
সুন্দরী ফুরি গো

কইতা কী আইয়া

You took my heart away

কেমনে যে খারিয়া

সুন্দরী ফুরি গো

ফাইনা যে খুঁজিয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

যেতা চাচ দিমু তোরে brand-এর কিনিয়া

Long drive-ও যাইমু বন্ধু সিলেটি গান বাজাইয়া

তুই বড় সিয়ানা

দেখতে লাগে রিহানা

Let's make a song তুমি জীবনের ভাবনা

আমি বন্ধু ফাগল অইসি, আমি বন্ধু ফাগল অইসি

তুমারে না ফাইয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

ও সুন্দরী ফুরি গো কিতা তুমি কোরসো গো

একটা নজর দেখা দিয়া

মনটা আমার খারস গো

চিরোল দাঁতে হাসি লইয়া

কুয়াই থাকি যে আইছো

মনটা আমার ছুরি খইরা

কুয়াই গিয়া লুকাইছো

মনটা একবার দিয়া দেখো

যতন কইরা রাখমু

তুমি যদি খুশি থাকো

আম্মার লোগে মাতমু

You took my heart, baby

খেমনে যে খারিয়া

ওতো মায়া লাগাইয়া

কিলা গেলা ফালাইয়া

তুকাঁইয়া ফাগল আমি

কিলা খইতাম বুঝাইয়া

আর কিতা খইতাম

আমার মনটা দুঃখে ভরা

কার গেছে যাইতাম

ফাররাম না সইতাম

তোমার লাকানা ফুরি তো

আর আমি দেখি না

আশায়-আশায় থাকি আমি

দিন রাইত আমার কাটে না

মনরে আমার যত বুঝাই

মনে তো আর মানে না

কুয়াই গিয়া তুকাইতাম

ফাইলে আমি কইতাম

ভালোবাসি কইয়া আমার

ফরানটা জুড়াইতাম

ফুরি one in a million

তোরে দিছি এই মন

তোরে না ফাইলে

বৃথা এই যৌবন

তুই বড় সুন্দর

আমার মনের বসত ঘর

Reluctant to let you go

I'll be so broken

আমি বন্ধু কেমনে থাকমু, আমি বন্ধু কেমনে থাকমু

তোমারে না দেখিয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

সুন্দরী ফুরি গো

কইতা কী আইয়া

You took my heart away

কেমনে যে খারিয়া

সুন্দরী ফুরি গো

ফাইনা যে খুঁজিয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

Facebook, Insta', Snаpchat ও হামাইয়া

更多REDZ/Ash Boii热歌

查看全部logo

猜你喜欢