কাগজের ফুল আমি
গন্ধ কোথায় বলো পাবোওও
কাগজের ফুল আমি
গন্ধ কোথায় বলো পাবো
আমি নিজের হাসিটুকু তোমাকে দিয়ে
আমি নিজের হাসিটুকু তোমাকে দিয়ে
শুধু তোমারই চোখের পানি নেবোও ও
কাগজের ফুল আমি
গন্ধ কোথায় বলো পাবোওও
আপলোডঃ রেজাউল&মুন্নী
সানাই বেজে বেজে শেষ হয়ে যাবে
দুঃখের রাত জানি কখনও পোহাবে
সানাই বেজে বেজে শেষ হয়ে যাবে
দুঃখের রাত জানি কখনও পোহাবে
বেনারশি শাড়ি দিয়ে সাজাবে না কেও মোরে
মনে মনে তবু বঁধু হবোও ও
কাগজের ফুল আমি
গন্ধ কোথায় বলো পাবোওও
আপলোডঃ রেজাউল&মুন্নী
কুসুম ঝরে ঝরে শুকিয়ে যাবে
তাই বলে ফাগুন কভু কি ফুরাবে
কুসুম ঝরে ঝরে শুকিয়ে যাবে
তাই বলে ফাগুন কভু কি ফুরাবে
ঘরের বাঁধন যদি কেও মোরে নাই দিলো
তবু আমি ঘরনি যে হবোও ও
কাগজের ফুল আমি
গন্ধ কোথায় বলো পাবো
আমি নিজের হাসিটুকু তোমাকে দিয়ে
আমি নিজের হাসিটুকু তোমাকে দিয়ে
শুধু তোমারই চোখের পানি নেবোও ও
কাগজের ফুল আমি
গন্ধ কোথায় বলো পাবোওও
ধন্যবাদে রেজাউল&মুন্নী