menu-iconlogo
huatong
huatong
avatar

Jei Din Geche Dure (Subhamita)

RhythmicRajahuatong
💦🍃🪔Ridmik🆁🅰🅹🅰💖EDM🪔🍃💦huatong
歌词
作品
Jedin geche dure

Singer: Subhamita

-------------------

Uploaded by : RhythmicRaja

Behalf of Mr. Hrishikesh Kar

::::Start::::

যে দিন গেছে, দুরে চলে গেছে

উদাসীন মেলে দু ডানা

কোনোদিন সে যদি, পিছু ডাকে ,

কাছে তার ফেরা যাবেনা

যে দিন গেছে, দুরে চলে গেছে

উদাসীন মেলে দু ডানা

কোনোদিন সে যদি, পিছু ডাকে ,

কাছে তার ফেরা যাবেনা

যে দিন গেছে দুরে চলে গেছে II

----Music----

ছায়া ছায়া জল দু হাতের আঁজলাতে,

ভোরে জল ছবি শুধু বোনা

ঘুম ঘুম দোল , যে বুকের অন্দরে ,

কত রূপকথা আনাগোনা

ধুয়ো ধুয়ো তেপান্তরের হাতছানি,

কানামাছি খেলা , বিকেল বেলার ,

সেই সেদিন

সেই দিন গেছে, হারিয়ে গেছে II

----Music----

কত হাসি গান রোদেলা প্রান্তরে ,

কত রং ছাড়া ভোরের বেলা

জমে আছে আজ কোন স্মৃতির অন্তরে ,

আগামীর পথে এখন চলা

আনমনা মন ফিরে শুধু দেখে

হারিয়ে গেলো ,ছোট্ট বেলার

সেই সেদিন

সেই দিন গেছে দুরে চলে গেছে ,

উদাসীন মেলে দু ডানা

কোনোদিন সে যদি পিছু ডাকে,

কাছে তার ফেরা যাবেনা

যেদিন গেছে দুরে চলে গেছে II

更多RhythmicRaja热歌

查看全部logo

猜你喜欢