হেলায় খেলায় মনের আনন্দে
দিন ফুরাইলো সই
হেলায় খেলায় মনের আনন্দে
দিন ফুরাইলো সই
দেখিতে চায় যারে এ দুটি আঁখি
ফিরে এলো না গেলো কই
দিন ফুরাইলো সই
হেলায় খেলায় মনের আনন্দে
দিন ফুরাইলো সই
সন্ধ্যা আসিবে, ঘনিবে আঁধার
তোমরা সাথে থাকিবে কি আর
সন্ধ্যা আসিবে, ঘনিবে আঁধার
তোমরা সাথে থাকিবে কি আর
কারে লইয়া কাটাই কবরের রজনী
Tamanna UK
কারে লইয়া কাটাই কবরের রজনী
কেমন করে একা রই
দিন ফুরাইলো সই
হেলায় খেলায় মনের আনন্দে
দিন ফুরাইলো সই
সাজ সজ্জা মোর ফুলেরো বিছানা
মিছে মধুর হাসি, সে যদি আসেনা
সাজ সজ্জা মোর ফুলেরো বিছনা
মিছে মধুর হাসি সে যদি আসেনা
হায় হায় হায় যদি সে ভালোবাসেনা
হায় হায় হায় যদি সে ভালোবাসেনা
কেনো গেঁথেছি মালা ও..ও..ও..ওই
দিন ফুয়াইলো সই
হেলায় খেলায় মনের আনন্দে
দিন ফুরাইলো সই..
Tamanna uk
গানে গানে করি প্রাণেরী আরোতি
ভাগ্যে যদি হয় ও মোর মোরতি
গানে গানে করি প্রাণেরী আরোতি
ভাগ্যে যদি হয় ও মোর মোরতি
আমিরুদ্দিনের সার্থক পিরিতি
আমিরুদ্দিনের সার্থক পিরিতি
বন্ধুর চরণ তলে আশ্রয় লই
দিন ফুরাইলো সই
হেলায় খেলায় মনের আনন্দে
দিন ফুরাইলো সই
হেলায় খেলায় মনের আনন্দে
দিন ফুরাইলো সই
দেখিতে চায় যারে এ দুটি আঁখি
ফিরে এলো না গেলো কই
দিন ফুরাইলো সই
হেলায় খেলায় মনের আনন্দে
দিন ফুরাইলো সই
Plz follow me for ne t song