menu-iconlogo
huatong
huatong
avatar

বুলবুলি | Bulbuli | Coke Studio Bangla | Season One |

Ritu Raj/ Nanditahuatong
₮Ɽ₳₵₭.Ʉ₱ⱠØ₳ĐɆⱤhuatong
歌词
作品
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল

আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল

আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল

----

আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন

আ...আ...

আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন

আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল

আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল

----

কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে

কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে

শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল

শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল

-

দোল, দোল, দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়, "ওঠ লো এবার সই"

দোল, দোল, দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়, "ওঠ লো এবার সই"

ভাঙাবোই ঘুম তোর, আশাতে-নেশাতে না জেগে জেগে রই

দখিনা এলো ওই, অলিরা-পাখিরা তোমারই প্রেমেতে রই

"ওঠ, ওঠ, ওঠ" লো রে সই, ফাগুন এলো ঐ

দখিন হাওয়া ডাক দিয়ে যায়, মনের মানুষ কই?

"ওঠ, ওঠ, ওঠ" লো রে সই, ফাগুন এলো ঐ

দখিন হাওয়া ডাক দিয়ে যায়, মনের মানুষ কই?

আ...আ...

উ...উ...

"সমাপ্ত"

更多Ritu Raj/ Nandita热歌

查看全部logo

猜你喜欢