দুঃখ ছুঁয়ে দেখো,
আমি বৃষ্টি হবো
বৃষ্টি হয়ে আমি,
তোমার মন ভেজাবো
কষ্ট ছুঁয়ে দেখো,
আমি স্বপ্ন হবো
স্বপ্ন হয়ে আমি,
তোমার মন সাজাবো
আহা.. এক তোতা,
রূপ হয়ে বলো না
আমি তোমার হবো...
আহা.. এক টুকরো,
মেঘ হয়ে বলো না
আমি তোমার হবো...
এই বিরহ ছুঁয়ে দেখো,
আমি রংধনু হবো
রংধনু হয়ে তোমার.. মন, রাঙাবো
যদি ছুঁয়ে দেখো বৃষ্টিতে,
আমি বন্ধু হবো
দুঃখ ছুঁয়ে দেখো,
আমি বৃষ্টি হবো
বৃষ্টি হয়ে আমি,
তোমার মন ভেজাবো
কষ্ট ছুঁয়ে দেখো,
আমি স্বপ্ন হবো
স্বপ্ন হয়ে আমি,
তোমার মন সাজাবো
আহা.. এক ফালি,
চাঁদ হয়ে বলো না
আমি তোমার হবো...
আহা.. এক বিন্দু,
জল হয়ে বলো না
আমি তোমার হবো...
এই বেদনা ছুঁয়ে দেখো,
আমি নীল সাগর হবো
নীল সাগরে তোমার.. মন, ভাসাবো
যদি ছুঁয়ে দেখো বৃষ্টিতে,
আমি বন্ধু হবো
দুঃখ ছুঁয়ে দেখো,
আমি বৃষ্টি হবো
বৃষ্টি হয়ে আমি,
তোমার মন ভেজাবো
কষ্ট ছুঁয়ে দেখো,
আমি স্বপ্ন হবো
স্বপ্ন হয়ে আমি,
তোমার মন সাজাবো
দুঃখ ছুঁয়ে দেখো,
আমি বৃষ্টি হবো
বৃষ্টি হয়ে আমি,
তোমার মন ভেজাবো
কষ্ট ছুঁয়ে দেখো,
আমি স্বপ্ন হবো
স্বপ্ন হয়ে আমি,
তোমার মন সাজাবো