menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Mutho Valobasha (Official Music) Habib Wahid

Rj Rayhanhuatong
𝚁𝙹_𝚁𝚊𝚢𝚑𝚊𝚗🔥🅱️🅱️S⚔️🇧🇩huatong
歌词
作品
হো...

ও ও ও

হো-হো-ও

ও-ও

হো...

হো ও-ও

হো-হুঁম

আমি.. জোছনার আলোয়,

তোমার.. ভালোবাসা,

খুঁজে পাই

আমি, শিশির মাখা

ভোরে.. তোমার,

স্বপ্ন ছুঁয়ে যাই

আমার আবেগ ডোরে

তোমায় বেঁধে

রাখতে চাই

আমি যে তোমায়

একমঠো ভালবাসা

দিতে চাই

আমি.. জোছনার আলোয়,

তোমার.. ভালোবাসা,

খুঁজে পাই

আমি, শিশির মাখা

ভোরে.. তোমার,

স্বপ্ন ছুঁয়ে যাই

তাকিয়ে দেখ,

চারপাশে..

... আমার স্বপ্ন আছে,

তোমায় ঘিরে

মায়াবী প্রেমের কারুকাজে

মায়াবী প্রহরে

অশ্রু ঝরে

আমি.. গোলাপের বাগানে,

তোমার মুখটি..

... দেখতে পাই,

রাতের স্বপ্নে.. তোমায়,

একমুঠো ভালবাসা

দিতে চাই

আমি.. জোছনার আলোয়,

তোমার.. ভালোবাসা,

খুঁজে পাই

আমি, শিশির মাখা

ভোরে.. তোমার,

স্বপ্ন ছুঁয়ে যাই

হো...

ও ও ও

হো-হো-ও

ও-ও

হো...

হো ও-ও

হো-হুঁম

হৃদয় পারাপারে,

খুশির ঢেউ..

... তুমিই তো,

আনো

তোমার স্বপ্নে, আছি আমি..

তুমি ভাল করেই..

... জানো

আমি শুন্যতার,

হাহাকারে..

... তোমায় অনুভব,

করে যাই

তোমার স্বপ্নকে..

... আমার চোখেই,

আগলে.. রাখতে চাই

আমি.. জোছনার আলোয়,

তোমার.. ভালোবাসা,

খুঁজে পাই

আমি, শিশির মাখা

ভোরে.. তোমার,

স্বপ্ন ছুঁয়ে যাই

更多Rj Rayhan热歌

查看全部logo

猜你喜欢