menu-iconlogo
huatong
huatong
avatar

Kichu Kotha Aro

Rupankarhuatong
༺✨🇷u200c🇮u200c🇸u200c♓🇮u200c🇳✨༻huatong
歌词
作品
✨DI🇻‌INE✨

🌹RISHIN🌹

(f) aaa..aaa..aaaa..aaaa

(m)কিছু কিছু কথা

বসে আছে ভিজে

মিছি মিছি ব্যথা

হয় নিজে নিজে

ঝরে যাওয়া পাতা

জুড়ে বসে ডালে

মেঘে মেঘে কথা

শোনে সে আড়ালে।

(f)আকাশ যখন গাইবে বলে......

আকাশ যখন গাইবে বলে

বাদলেরই গান

বাতাস তখন বইতে গিয়েও

দেখায় অভিমান, অভিমান।

আকাশ যখন ফিরতি পথের

মন খারাপের সুর...

বাতাস তখন নীরব চিঠি

পাঠায় বহুদূর বহুদূর.....

(m) কিছু কিছু ধুলো

জমে আছে কাঁচে

ডাকনাম গুলো

ভীষনই ছোঁয়াচে।

মরে যাওয়া জমি

ভিজে গেলে জলে

চারাগাছ গুলো

কত কি যে বলে

✨DI🇻‌INE✨

🌹RISHIN🌹

উ..... উউউ... ই.. ইইই.. উউ

(m) তোমার এমনি আসা

এমনি যাওয়া

এমনি হাজার ছল

সাজিয়েছো যেন ।

তোমার এমনি খেলা

খেয়াল খুশি

করছে কোলাহল

থামেনি এখোনো ।

চুপিচুপি দেওয়াল জুড়ে

আঁকছি কত

মনকে মনের খাতা

চুপিচুপি জানতে পেলাম

নিরুদ্দেশে মায়ের চাদর পাতা।

(m) আ.. আ.. আআআ

কিছু কিছু কথা

বসে আছে ভিজে

মিছি মিছি ব্যথা

হয় নিজে নিজে

ঝরে যাওয়া পাতা

জুড়ে বসে ডালে

মেঘে মেঘে কথা

শোনে সে আড়ালে।

(Both) আকাশ যখন গাইবে বলে......

বাদলেরই গান

বাতাস তখন বয়তে গিয়েও

দেখায় অভিমান অভিমান।

আকাশ যখন ফিরতি পথের

মন খারাপের সুর

বাতাস তখন নীরব চিঠি

পাঠায় বহুদূর বহুদূর.....

✨DI🇻‌INE✨

🌹RISHIN🌹

ROOM NO 136922

HAMSADHWANI

SHARE & ENJOY 🍫🍫🍫

更多Rupankar热歌

查看全部logo

猜你喜欢