menu-iconlogo
huatong
huatong
s-p-venkatesh-chirodini-adhare-kete-cover-image

Chirodini Adhare Kete

S. P. Venkateshhuatong
pink-fairy_punk7huatong
歌词
作品
হুম হুম হুম

হুম হুম হুম

লালা লা লা

চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

দুর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি

কখনো আমার ঘরে জোৎস্না ফোটেনি

চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

জানি আমি মন যা চাই সেতো পাই না

কেও সুখি হয় কেও সুখী হতে পারে না

জানি আমি মন যা চাই সেতো পাই না

কেও সুখি হয় কেও সুখী হতে পারে না

তবু কেন দু চোখ জুরে

এত শ্রাবণ ঝরে..ঝরে…ঝরে..

ঝরে গো অন্তরে

চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না

মমতার ছোয়া কি সে তো মন বোঝে না…

স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না

মমতার ছোয়া কি সে তো মন বোঝে না

হায়রে যদি পিছন থেকে কেও কখনও ডাকে..

ডাকে..ডাকে… ডাকে গো নাম ধরে

চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

দুর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি

কখনো আমার ঘরে জোৎস্না ফোটেনি

更多S. P. Venkatesh热歌

查看全部logo

猜你喜欢