menu-iconlogo
huatong
huatong
avatar

মরা নদীর মত মরে গেছি by (sabbir Rehman)

Sabbirhuatong
×͜×🇸𝔸𝔹𝔹𝕀ℝhuatong
歌词
作品
JSM FAMILY

আপলোডঃ সাব্বির আহমেদ

দয়া করে কেও কপি করবেন না প্লিজ।

^~^~^~^~^~^~^~^~^~^

মরা নদীর মতো মরে গেছি

পথের ধূলোর মতো পড়ে আছি

সুখেরই মরন হলে

কি করে যে বাঁচি...

মরা নদীর মতো মরে গেছি

পথের ধূলোর মতো পড়ে আছি....

^~^~^~^~^~^~^~^~^~^

^~^~^~^~^~^~^~^~^~^

নিজের চেয়ে বেশি ভালোবেসেছি যাকে

সে দিলো আঘাত বেশি আমার এ বুকে....

^~^~^~^~^~^~^~^~^~^

নিজের চেয়ে বেশি ভালোবেসেছি যাকে

সে দিলো আঘাত বেশি আমার এ বুকে

মনে হয় আজ আছি নরকেরও মাঝামাঝি নরকেরও মাঝামাঝি.....

মরা নদীর মতো মরে গেছি

পথের ধূলোর মতো পড়ে আছি...

^~^~^~^~^~^~^~^~^~^

^~^~^~^~^~^~^~^~^~^

রাতের চেয়ে আরো আলো দিয়ে সে গেলো

গড়ে গেলো কতো কিছু জীবনে এসে....

^~^~^~^~^~^~^~^~^~^

রাতের চেয়ে আরো আলো দিয়ে সে গেলো

গড়ে গেলো কতো কিছু জীবনে এসে.....

তবু তারে যেন খুঁজি জীবনেরও কাছাকাছি জীবনেরও কাছাকাছি......

^~^~^~^~^~^~^~^~^~^

^~^~^~^~^~^~^~^~^~^

মরা নদীর মতো মরে গেছি

পথের ধূলোর মতো পড়ে আছি

সুখেরই মরন হলে

কি করে যে বাঁচি...

মরা নদীর মতো মরে গেছি

পথের ধূলোর মতো পড়ে আছি

মরা নদীর মতো মরে গেছি

পথের ধূলোর মতো পড়ে আছি......

^~^~^~^~^~^~^~^~^~^

সবাইকে অসংখ্য ধন্যবাদ

^~^~^~^~^~^~^~^~^~^

更多Sabbir热歌

查看全部logo

猜你喜欢