গান:আমি তোমার কথা বলেছিলাম
শিল্পী : এস ডি রুবেল
আপলোডকারী Sanjoy Kumar Das.
Fearless Singers Family
আমি তোমার কথা বলেছিলাম আকাশ নদীকে,
বলেছিলাম তোমার কথা পাহাড় ঝরনাকে,
সবাই তোমায় ইর্ষা করে একটি কারনে
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
আমি তোমার কথা বলেছিলাম আকাশ নদীকে,
বলেছিলাম তোমার কথা পাহাড় ঝরনাকে,
সবাই তোমায় ইর্ষা করে একটি কারনে
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।।
Sanjoy Kumar Das
Fearless Singer's Family
Family Id 668911
সবার প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো
নতুন নতুন গান পেতে যোগাযোগ করুন
+8801816291033
আকাশ বলে তোমার চোখে কেনো এতো নীল,
তোমার কথায় পাখির সুরে কেন এতো মিল
আকাশ বলে তোমার চোখে কেনো এতো নীল,
তোমার কথায় পাখির সুরে কেন এতো মিল।
চাঁদ বলে তুমি এলে লুকাই গোপনে
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
আমি তোমার কথা বলেছিলাম আকাশ নদীকে,
বলেছিলাম তোমার কথা পাহাড় ঝরনাকে,
সবাই তোমায় ইর্ষা করে একটি কারনে
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
Sanjoy Kumar Das
Fearless Singer's Family
Family Id 668911
সবার প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো
নতুন নতুন গান পেতে যোগাযোগ করুন
+8801816291033
তোমার কথায় বৃষ্টি থামে ঝরে পড়ে ফুল
পৃথিবীটা হয়রে কালো, দেখলে তোমার চুল
তোমায় দেখে বৃষ্টি থামে ঝরে পড়ে ফুল
পৃথিবীটা হয়রে কালো, দেখলে তোমার চুল
তোমায় দেখে বৃষ্টি থামে ঝরে পড়ে ফুল
পৃথিবীটা হয়রে কালো, দেখে তোমার চুল
তুমি এলে সবাই জ্বলে রুপের আগুনে
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
আমি তোমার কথা বলেছিলাম আকাশ নদীকে,
বলেছিলাম তোমার কথা পাহাড় ঝরনাকে,
সবাই তোমায় ইর্ষা করে একটি কারনে
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
আমি তোমার কথা বলেছিলাম আকাশ নদীকে,
বলেছিলাম তোমার কথা পাহাড় ঝরনাকে,
সবাই তোমায় ইর্ষা করে একটি কারনে
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।
কেন তাদের চেয়ে সুন্দর তুমি এইনা ভুবনে।।
সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।