menu-iconlogo
huatong
huatong
avatar

Roshik Amaar

Savvy/Konahuatong
💤♛SHƛƘIL♛💦huatong
歌词
作品
?~প্রেম পিরিতের ছন্দে ময়না,

প্রেম পিরিতের ছন্দে ময়না,

এমনি কমর দুলাইছে..

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে,

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।

?~মন মযানো রসের কথায়,

মন মযানো রসের কথায়,

প্রেমেরই জালে ফাসাইছে..

রসিক আমার মন বাঁন্ধিয়া পিঞ্জর বানাইছে,

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।

?~রসে ডোবা রসগোল্লা,

প্রেমের পিঠা দারুন মিঠা রে।

?~লাগলে জোড়া আর ছাড়ে না,

এই পিরিতির এমন আঁঠা রে।

?~প্রেম সোহাগের নীল যমুনায়

না জানি কখন ডুবাইছে..

রসিক আমার মন বাঁন্ধিয়া পিঞ্জর বানাইছে,

হায়রে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।

?~যার সাথে যায় মজে রে মন,

তারে ছাড়া জীবন চলে না।

?~ভালোবাসা কলার খোসা,

পিছলে গেলে বুকে ব্যাথা লাগে না।

?~দিল দরিয়ার ঘাটে সুজন,

বিয়ার সানাই বাজাইছে..

রসিক আমার মন বাঁন্ধিয়া পিঞ্জর বানাইছে,

?+?~রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।

更多Savvy/Kona热歌

查看全部logo

猜你喜欢