F কথা বলো না, বলো ওগো বন্ধু...
ছায়া হয়ে তবু পাশে রইবো ও...
ছায়া হয়ে তবু পাশে রইবো.
M তুমি যেখানে আমি সেখানে
সে কি জানো না
একি বাধনে বাধা দুজনে
ছেড়ে যাব না..
F আমি রূপনগরের রাজকন্যা
রূপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ
তোমার দেশে এসেছি.
M তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা....
F ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো.
M তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
F ও সাথীরে..যেওনা কখনো দূরে
ও সাথীরে..যেওনা কখনো দূরে..
M এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি.
F আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে.
M কি ছিলে আমার,
বলনা তুমি
আছি তো আগেরই মতো
এখন ও আমি
কি ছিলে আমার.....
F চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
M যদি বউ সাঁজো গো
আরো সুন্দর লাগবে গো
যদি বউ সাঁজো গো
আরো সুন্দর লাগবে গো
F জালাইয়া প্রেমের বাত্তি
কোথায় তুমি থাকোরে
জালাইয়া প্রেমের বাত্তি
কোথায় তুমি থাকোরে
দাওনা দেখা বন্ধু আমারে
তুমি দাওনা দেখা বন্ধু আমারে
M আকাশ ছুঁয়েছে মাটিকে
আমি ছুঁয়েছি তোমায়
প্রজাপতি ছুঁয়েছে ফুল
তুমি ছুঁয়েছো আমায়..
F কি যাদু করেছো বলনা
ঘরে আর থাকা যে হলনা
কি যাদু করেছো বলনা
ঘরে আর থাকা যে হলনা
M ও যেদিকে তাকাই,
যেখানে চোখ যায়
সেখানে দেখি তোমায়..
লুকোচুরি মন, লুকোচুরি সুখ
লুকিয়ে রয় ভাবনায়
F বাহির বলে দুরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা
M ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা