menu-iconlogo
huatong
huatong
avatar

Bajlo tomar alor benu

Shivadrita Bhattacharyyahuatong
Shivadrita03huatong
歌词
作品
বাজলো তোমার আলোর বেণু,

মাতলো রে ভুবন

বাজলো তোমার আলোর বেণু

আজ প্রভাতে,

সে সুরও শুনে খুলে দিনু মন।

বাজলো, বাজলো

বাজলো তোমার আলোর বেণু,

অন্তরে যার লুকিয়ে রাজে

অরুণ-বীণায় সে সুর বাজে

সেই আনন্দ'যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ।

মাতলো রে ভুবন,

বাজলো তোমার আলোর বেণু

আজ সমীরণ আলোয় পাগল

নবীনও সুরেরও লীলায়,

আজ শরতে আকাশবীণায়

গানের মালা বিলায়।

তোমায় হারা জীবনও মম

তোমারই আলোয় নিরুপম

ভোরেরও পাখি ওঠে গাহি

তোমারই বন্দন।

মাতলো রে ভুবন,

বাজলো তোমার আলোর বেণু

更多Shivadrita Bhattacharyya热歌

查看全部logo

猜你喜欢