menu-iconlogo
logo

Ki Name Deke Bolbo Tomake

logo
歌词
.........

.........

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।

....

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।

..........

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে

যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে

যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।

কি করি ভেবেযে মরি বলবে কি লোকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।

.........

পালাতে পারি নি আমি যে দিশাহারা

দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।

পালাতে পারি নি আমি যে দিশাহারা

দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে

জানি না তোমার মনেও কি এত প্রেম আছে।

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে

জানি না তোমার মনেও কি এত প্রেম আছে।

সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।।

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।

....

Ki Name Deke Bolbo Tomake Shyamal Mitra - 歌词和翻唱