তুই যদি চিনতি আমায়
MayaMoni
তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি
তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদোরে রাখি
হুম ভালো যদি বাসতি আমায়
দেখতিস কি আদোরে রাখি
ও..তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি
MayaMoni
তুই ছাড়া ত্রি ভুবনে আর কেউ নাই
ও..তুই ছাড়া ত্রি ভুবনে আর কেউ নাই
আমি তোকে আমার সারা জীবন দিতে চাই
তুই যদি পরান আমার রাখিতিস বাঁধি
তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদোরে রাখি
MayaMoni
আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে
ও..আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে
আমার এ জীবনটা চলে তোর অনুসারে
তুই যদি বলিস আমায় প্রেম অপরাধী
তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদোরে রাখি
তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি
তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদোরে রাখি
হুম ভালো যদি বাসতি আমায়
দেখতিস কি আদোরে রাখি
ও..তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি
END