menu-iconlogo
huatong
huatong
avatar

কলিজার পাখিরে মিলো HD

SM Jibon Hassanhuatong
✯͜͡💞𝙎𝙈_𝙅𝙞𝙗𝙤𝙣≛⃝💞🆈ᴹ🅲࿐huatong
歌词
作品
জীবন কাহিনীর অধ্যায়

প্রতিটি জীবনের গল্পে

কেউ না কেউ নিখোঁজ

,,,,,,,,,,,//\\,,,,,,,,,,,

+++++++++++

কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে

কতো আর সয়রে জ্বালা এই পরানে

কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে

কতো আর সয়রে জ্বালা এই পরানে

প্রেমেরই এমন জালা, বলতে গিয়ে যায়না বলা

প্রেমেরই এমন জালা, বলতে গিয়ে যায়না বলা

আপন মানুষ পর হইয়া যায় স্বার্থের কারণে,,

কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে

কতো আর সয়রে জ্বালা এই পরানে

,,,,,,,,,,,,,,,

SM Jibon Hassan

//////////

তোরে পাওয়ার জন্য হায়রে ঘর ছাড়িলাম আমি,,

আমার কাছে তুই যে ছিলি সবার চেয়ে দামি

তোরে পাওয়ার জন্য হায়রে ঘর ছাড়িলাম আমি,,

আমার কাছে তুই যে ছিলি সবার চেয়ে দামি

কতো ভালোবাসি তোরে, জানে ওই খোদা জানে

আপন মানুষ পর হইয়া যায় স্বার্থের কারণে,

কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে

কতো আর সয়রে জ্বালা এই পরানে

,,,,,,,,,,,,,,,

SM Jibon Hassan

//////////

আমার বলতে নাইরে কিছুই সবই আমার তুই,,

তবু কেন পাইরে আমি বুকে ব্যথার সুই

আমার বলতে নাইরে কিছু সবই আমার তুই,,

তবু কেন পাইরে আমি বুকে ব্যথার সুই

মরোন হোক তোর মরনে, থাকতে চাই একই সনে

আপন মানুষ পর হইয়া যায় স্বার্থের কারণে,,

কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে

কতো আর পাবো ব্যেথা এই পরানে,

কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে

কতো আর সয়রে জ্বালা এই পরানে

কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে

কতো আর সয়রে জ্বালা এই পরানে

প্রেমেরই এমন জালা, বলতে গিয়ে যায়না বলা

প্রেমেরই এমন জালা, বলতে গিয়ে যায়না বলা

আপন মানুষ পর হইয়া যায় স্বার্থের কারণে,,

কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে

কতো আর সয়রে জ্বালা এই পরানে,

更多SM Jibon Hassan热歌

查看全部logo

猜你喜欢