menu-iconlogo
huatong
huatong
avatar

Ami notun kore gorbo Thakur/আমি নতুন করে গড়বো ঠাকুর, মাহিরী বসু, সবুজ মনের উমা বরন....

SMA's Music Library..huatong
সবুজ_মন_SMA🎼🌱huatong
歌词
作品
আলাপ......

আমি নতুন করে গড়বো ঠাকুর,

কোষ্ঠি পাথর দে মা এনে।

আমি নতুন করে গড়বো ঠাকুর,

কোষ্ঠি পাথর দে মা এনে।

দেবো হাতে বাঁশি মুখে হাসি,

দেবো হাতে বাঁশি মুখে হাসি,

তার ডাগর চোখে কাজল টেনে।।

কোষ্ঠি পাথর দে মা এনে।

আমি নতুন করে গড়বো ঠাকুর,

কোষ্ঠি পাথর দে মা এনে।

কথা ও সুর :- কাজী নজরুল ইসলাম

ট্র‍্যাক শিল্পী :- মাহিরী বসু

মথুরায় সে আর যাবেনা

মথুরায় সে আর যাবেনা

মা যশোদায় কাঁদবে না,

মথুরায় সে আর যাবেনা

মা যশোদায় কাঁদবে না,

রইবে ব্রজ-গোপীর কেনা

রইবে ব্রজ-গোপীর কেনা

রইবে ব্রজ-গোপীর কেনা

চলবে রাধার আদেশ মেনে।

কোষ্ঠি পাথর দে মা এনে।

আমি নতুন করে গড়বো ঠাকুর,

কোষ্ঠি পাথর দে মা এনে

কারাওকে ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

অনুরোধ :- শ্রীমতী অন্তরা ভট্টাচার্য...

শ্রীচরণ তার গড়বো না মা

গড়লে চরণ পালিয়ে যাবে,

শ্রীচরণ তার গড়বো না মা

গড়লে চরণ পালিয়ে যাবে,

নাইবা শুনলে নূপুর ধ্বনি

ঠাকুর কে তো কাছে পাবে।

চরণ পেলে দেশে দেশে

চরণ পেলে দেশে দেশে

কুরুক্ষেত্র বাঁধাবে সে,

চরণ পেলে দেশে দেশে

কুরুক্ষেত্র বাঁধাবে সে,

গন্ধ মালা দিসনে মাগো

গন্ধ মালা দিসনে মাগো

গন্ধ মালা দিসনে মাগো

গন্ধ মালা দিসনে মাগো

ভক্ত ভ্রমর ফেলবে জেনে,

কোষ্ঠি পাথর দে মা এনে।

আমি নতুন করে গড়বো ঠাকুর,

কোষ্ঠি পাথর দে মা এনে...

更多SMA's Music Library..热歌

查看全部logo

猜你喜欢