menu-iconlogo
huatong
huatong
avatar

Banshuriya Bajao Banshi/বাঁশুরিয়া বাজাও বাঁশি...কবীর সুমন,সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

SMA's Music Library...huatong
Toton_SMA🎼🌱huatong
歌词
作品
বাঁশুরিয়া বাজাও বাঁশি... দেখিনা তোমায়,

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

কথা ও সুর: সুমন

এ শহরে এসছ তুমি কবে কোন রাজ্য থেকে

এ শহরে এসছ তুমি কবে কোন রাজ্য থেকে

তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে

কারাওকে ট্র‍্যাক : সবুজ মনের মিউজিক লাইব্রেরী

আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া

আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া

প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া

তোমার ওই দেহাতী গান....

তোমার ওই দেহাতী গান দোলে যখন বাঁশির মুখে

আমাদের নকল ভন্ড কৃষ্টি চালায় কড়াত বুকে

বুকে আর গলায় আমার শহর কলকাতায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

ঠেলা ভ্যান চালাও তুমি,

ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার

ক’বছরে একবার যাও তোমার দেশে নদীর কিনার

ফাঁক পেলে বাঁশি বাজাও,

ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে

দেশে গিয়ে এমন সুরে হয়তো ডাক কলকাতাকে

ফিরে এসে উদোম খাট,

ফিরে এসে উদোম খাট গায় গতরে ব্যস্ত হাতে

মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে?

তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

বাঁশুরিয়া......

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

更多SMA's Music Library...热歌

查看全部logo

猜你喜欢