হো হো হো
হো হো হো
চল দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
জীবন জুয়ার আসর বসাবো !
চল দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
জীবন জুয়ার আসর বসাবো !
আমি মারফা রেঁধে দেবো পাতে,
বিন্নি চালের ভাত সাথে ।
দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন ।
পুবের হু হু বাতাস বইলে পরে,
পাঁজর ভাঙ্গা গান ধরে
আয়েশ করেই কাটুক এ যৌবন !
চল দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
জীবন জুয়ার আসর বসাবো !
এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে….
কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে….
এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে….
কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে….
কে পাইলো কার কি গেলো, কার কি বা আসে যায়
মন ঝিরির পথে হাটার লোভে কেমন করে হায় !
চল দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
জীবন জুয়ার আসর বসাবো !
এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে….
যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনা রে…
এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে….
যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনা রে…
এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায় !
তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায় .
চল দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
জীবন জুয়ার আসর বসাবো !
চল দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
জীবনজুয়ার আসর বসাবো !
আমি মারফা রেঁধে দেবো পাতে,
বিন্নি চালের ভাত সাথে ।
দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন ।
পুবের হু হু বাতাস বইলে পরে,
পাঁজর ভাঙ্গা গান ধরে
আয়েশ করেই কাটুক এ যৌবন !
চল দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
জীবন জুয়ার আসর বসাবো !
চল দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
জীবনজুয়ার আসর বসাবো !