রাধে রাধে, প্রেম রাধে, বিনোদিনী রাই
কৃষ্ণ প্রেমে মজে রাধে জল ভরিতে যায়
কোমল যৌবন রাধের মেঠো পথের পানে
কৃষ্ণ তখন ছল করিয়া রাধের আঁচল টানে
আঁচল ধরিয়া রাধে নদীর ঘাটে যায়
কালো কৃষ্ণ ছল করিয়া রাধেরে জ্বালায়
অমন ছল বুঝে রাধে ফিরে না তাকায়
জল আনিতে যায় গো রাধে, জল আনিতে যায়
"কালো কালো করিস না লো বৃষ্ণভানুর ঝি
বিধাতা করেছে কালো, আমি করবো কী?
চুল কালো, কাজল কালো, কালো চোখের মণি
তাহার অধিক কালো, রাধে, তোমার মাথার বেণী"
"আমি কানাই কালোই ভালো, প্রেমের মন্ত্র জানি
সকল রাধে আমার পানে প্রেমে জলাঞ্জলি"
এই কথা শুনে কৃষ্ণ বাঁশিটা বাজালো
কালসাপ হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল
"কোথায় আছো কৃষ্ণ তুমি, ভালো করো আমায়
যাহা চেয়েছিলে তুমি, দেবো আমি তোমায়"
রাধের কথা শুনে কৃষ্ণ বিষ ঝাড়িতে এলো
সত্য করে বলো, রাধে, বিষ কোথায় গেল
বিষ নাইকো রাধের গায়ে, কৃষ্ণ যখন বলে
ছল করিয়া নদীর ঘাটে যায় গো রাধে চলে
"প্রেম তুমি করো, কৃষ্ণ, অন্যের সাথে করো
রাধের রূপ দেইখা কেন জ্বলে পুড়ে মরো?"
"প্রেম আমি করবো, রাধে, প্রেম তো করিবো
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো?
প্রেম আমি করবো, রাধে, প্রেম তো করিবো
তোমার মতো রূপের রানী কোথায় গেলে পাবো?"
"লজ্জা নাই, লজ্জা নাই, কৃষ্ণ, লজ্জা নাই রে তোর
গলায় কলসি বাইন্ধা জলে ডুইবা মর"
"কোথায় পাবো কলসি, রাধে, কোথায় পাবো দড়ি?
তুমি হও গহীন যমুনা, আমি ডুইবা মরি"
"লজ্জা নাই, লজ্জা নাই, কৃষ্ণ, লজ্জা নাই রে তোর
গলায় কলসি বাইন্ধা জলে ডুইবা মর"
"কোথায় পাবো কলসি, রাধে, কোথায় পাবো দড়ি?
তুমি হও গহীন যমুনা, আমি ডুইবা মরি"
তুমি হও গহীন যমুনা, আমি ডুইবা মরি
তুমি হও গহীন যমুনা, আমি ডুইবা মরি