আমি তো মরেও ভালোবাসবো
শিল্পী মনির খান
--------------------
আমি তো মরেও ভালোবাসবো
তোমাকে যতই তুমি লুকিয়ে রাখো,
তবুও তোমার কাছে আসবো,
ও..ও..ও..ও.…
তবুও তোমার কাছে আসবো।
আমি তো মরেও ভালোবাসবো,
ভালোবাসবো...।
**********************
মিউজিক....
**********************
যতদিন রবে এই পৃথিবী,
তোমাকে যে ভালোবেসে যাবো
জানিনা কখনো পাবো কিনা পাব,
-----------------
ও যতদিন রবে এই পৃথিবী,
তোমাকে যে ভালোবেসে যাবো
জানিনা কখনো পাবো কিনা পাব,
তোমার আকাশে শুধু
মেঘ হয়ে ভাসবো
তবুও তোমার কাছে আসবো ,
তবুও তোমার কাছে আসবো
আমি তো মরেও ভালোবাসবো,
ভালোবাসবো।
********************
মিউজিক......
********************
আমি চিরদিনই শুভ কামনায়,
তোমারই পথ চেয়ে রবো,,,,
তোমার জীবনের সুখতাঁরা হব।
------------------
ও আমি চিরদিনই শুভ কামনায়,
তোমারই পথ চেয়ে রবো,,,,
তোমার জীবনের সুখতাঁরা হব
স্মৃতির আখরে ব্যথা
বুকে ধরে রাখবো,
তবু তোমার কাছে আসবো,
ও...ও...ও...
তবুও তোমার কাছে আসবো।
আমি তো মরেও ভালোবাসবো ,
তোমাকে যতই তুমি লুকিয়ে রাখো,
তবুও তোমার কাছে আসবো,
ও...ও...ও...
তবুও তোমার কাছে আসবো।
আমি তো মরেও ভালোবাসবো ,
ভালোবাসবো...