ওওওওওওওও.......
তুই কবে যে বুঝবি বল,
পাগল মনের উথাল পাথাল।
=আপলোড:-সূর্য=
=ফ্যামিলি: BBF=
তুই কবে যে বুঝবি বল,
পাগল মনের উথাল পাথাল
তুই কবে যে বুঝবি বল,
পাগল মনের উথাল পাথাল
হলো বানযারা বনযারা,
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
এই মন।
তোর পথেই পথ চেয়ে,
আমি আছি সারাক্ষণ।
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
এই মন
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
হলো বনযারা বনযারা,
এই মন
=আপলোড:-সূর্য=
=ফ্যামিলি:BBF=
জানিনা কি ভাবে,
মনের স্বভাবে,
মিশে গেলি তুই।
দিলি না যে ছায়া,
হলি যে আলেয়া,
তবুও ভাবি ছুঁয়।
জানিনা কি ভাবে,
মনের স্বভাবে,
মিশে গেলি তুই।
দিলি না যে ছায়া,
হলি যে আলেয়া,
তবুও ভাবি ছুঁয়।
এ জীবন মরুতে,
তোকে খোঁজে দু নয়ন।
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
এই মন।
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
এই মন।
*দয়া করে কেউ কপি করবেন না*
কাটে না এভাবে,
তোরই যে অভাবে,
একা থাকা দায়।
দু হাত বাড়িয়ে,
নেব রে জড়িয়ে,
ধরা দিতে আয়।
কাটে না এভাবে,
তোরই যে অভাবে,
একা থাকা দায়।
দু হাত বাড়িয়ে,
নেব রে জড়িয়ে,
ধরা দিতে আয়।
এ বুকের আগুনে,
শুধু তোকেই প্ৰয়োজন।
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
এই মন।
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
হলো বানযারা বানযারা,
এই মন।
ওওওওওওও
*ধন্যবাদ সবাইকে *