menu-iconlogo
huatong
huatong
syed-omy-khoda-jane-cover-image

Khoda Jane

Syed Omyhuatong
Dr_Riad_E_R_Shuatong
歌词
作品
ছায়াছবিঃ অমানুষ

কণ্ঠঃ সৈয়দ অমি, কুমকুম লায়লা

>>ট্র্যাক তৈরি ও আপলোড<<

>>ডাঃ রিয়াদ ই আর এস <<

ছেলেঃ বেখেয়ালি হাত ধরে

রেখে দেব আদরে

তোর দিকে ছুটে যাবোই

নাম না জানা এক ভোরে

বেখেয়ালি হাত ধরে

রেখে দেব আদরে

তোর দিকে ছুটে যাবোই

নাম না জানা এক ভোরে

জানে খোদা জানে আল্লাহ্‌

কতোটা মনে তুই যে আপন

জানে খোদা জানে আল্লাহ্‌

তোকে ছাড়া বাঁচাটাই মরণ

বেখেয়ালি হাত ধরে

রেখে দেব আদরে

তোর দিকে ছুটে যাবোই

নাম না জানা এক ভোরে

>> ট্র্যাক তৈরি ও আপলোড <<

>>ডাঃ রিয়াদ ই আর এস <<

মেয়েঃ অল্প অল্প করে এলি তুই

গল্পে গল্পে সাজালি এ মন

তোর আশে পাশে এলে আমি

মনে হয় কত তুই আপন

ছেলেঃ জানে খোদা জানে আল্লাহ্‌

কতোটা মনে তুই যে আপন

জানে খোদা জানে আল্লাহ্‌

তোকে ছাড়া বাঁচাটাই মরণ

বেখেয়ালি হাত ধরে

রেখে দেব আদরে

তোর দিকে ছুটে যাবোই

নাম না জানা এক ভোরে

>> ট্র্যাক তৈরি ও আপলোড <<

>>ডাঃ রিয়াদ ই আর এস <<

মেয়েঃবলে দেবো আজ সব কথা

চোখে চোখ রেখে আমি তোর

ভালবাসি তোকে যে বড়

সহজে কাটেনা রেশ এখন

ছেলেঃ জানে খোদা জানে আল্লাহ্‌

কতোটা মনে তুই যে আপন

জানে খোদা জানে আল্লাহ্‌

তোকে ছাড়া বাঁচাটাই মরণ

বেখেয়ালি হাত ধরে

রেখে দেব আদরে

তোর দিকে ছুটে যাবোই

নাম না জানা এক ভোরে

বেখেয়ালি হাত ধরে

রেখে দেব আদরে

তোর দিকে ছুটে যাবোই

নাম না জানা এক ভোরে

>>>ধন্যবাদ<<<

更多Syed Omy热歌

查看全部logo

猜你喜欢