menu-iconlogo
huatong
huatong
avatar

OPARE

TajWarhuatong
🔥𝚳ᗩᕼ𝖨ᖇ⚔️ᵐᵘˢᵉˢ🔥huatong
歌词
作品
SONG: OPARE

BAND: BAY OF BENGAL

ওপারের ভেসে আসা মৃদু আলো পরে চোখে

নীল স্বপ্নীল দৃষ্টি ঘুচে যাওয়ানিঝুম অরন্যে

আঁধারের মাঝে ঘুমহীন অচেতন রাত্রিযাপন

অপেক্ষায় মিশে যায় জীবনের স্মৃতিচারণ

আমি ছিলাম তোমাদেরই মাঝে

হেসেছিলাম একসাথে

উড়েছিলাম স্বপ্নীল আকাশে

চাঁদের দেশে যেতে হারিয়ে

আমি ছিলাম তোমাদেরই মাঝে

হেসেছিলাম একসাথে

উড়েছিলাম স্বপ্নীল আকাশে

চাঁদের দেশে যেতে হারিয়ে

দিশেহারা আমার প্রতিক্ষা

ভেসে যাওয়ার ওপারে

মুক্তির অপেক্ষায়

আমার স্বত্বা প্রহর গোনে

আমি ছিলাম তোমাদেরই মাঝে

হেসেছিলাম একসাথে

উড়েছিলাম স্বপ্নীল আকাশে

চাঁদের দেশে যেতে হারিয়ে

আমি ছিলাম তোমাদেরই মাঝে

হেসেছিলাম একসাথে

উড়েছিলাম স্বপ্নীল আকাশে

চাঁদের দেশে যেতে হারিয়ে

更多TajWar热歌

查看全部logo

猜你喜欢

OPARE TajWar - 歌词和翻唱