menu-iconlogo
huatong
huatong
avatar

Shudhu Amar

TajWarhuatong
🔥𝚳ᗩᕼ𝖨ᖇ⚔️ᵐᵘˢᵉˢ🔥huatong
歌词
作品
Shudhu Amar~unplugged(Yamaha Studio)

আমার কিশোর এ বুকে তুমি ছিলে

প্রথম প্রেমের ব্যথা

তোমায় ভেবে ভেবে গান হয়ে যেতো

আমার না বলা কথা

স্বপন বাজি রেখে হাত বাড়ালাম

তুমিও দিলে সাড়া

কিছু ভুল, কিছু অভিমান গুনে

সময় বসানো পাহারা

মন বোকা বেচারা

ভেবে দিশেহারা

সে তুমি আসবে কবে?

তুমি কি আমার হবে?

শুধু আমার?

আবার হবে আমার?

তুমি কি আমার হবে?

শুধু আমার?

আবার হবে আমার?

তুমি যত দূরে ছিলে বুকের তারে

স্মৃতি হয়ে বেজেছিলে

আমার গোধূলি মনে একলা সেঁজুতি তুমি

জোনাকিও জ্বেলেছিলে

মনে আছে প্রথম বৃষ্টি ভেজা দিন

অগণতি তারা জ্বলা রাত

চাঁদের কিনার থেকে ঝাঁপ দিয়েছি

ধরতে তোমার দু'টো হাত

আজ আমার হাত ধরে

চেনা অচিনপুরে

তুমি কি পা বাড়াবে?

তুমি কি আমার হবে?

শুধু আমার?

আবার হবে আমার?

তুমি কি আমার হবে?

শুধু আমার?

আবার হবে আমার?

?

?

?

更多TajWar热歌

查看全部logo

猜你喜欢