menu-iconlogo
logo

Tui Chara (Lofi Remix)

logo
歌词
প্রথম যখন তোকে দেখেছি

মনের মাঝে তোর হাসিটা বেঁধেছি

ছুঁয়ে দেখার ইচ্ছেদের আগমন

রং মাখিয়ে দেহজুড়ে শিহরণ

তুই ছাড়া মন কাঁদে একলা

তুই হীনা কী করি বুঝি না

তুই ছাড়া মন কাঁদে একলা

তুই হীনা কী করি বুঝি না

তুই চাইলে বল সকাল সাজাই

বৃষ্টি নামাই তোর ইশারায়

মেঠো মেঠো পথে হেঁটে দু′জন

চল রাত নামাই কথায় কথায়

আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর

রেখো যতন করে আমায়, কোরো না গো পর

আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর

রেখো যতন করে আমায়, কোরো না গো পর

আগলে রেখে, আগলে রেখে

আগলে রেখে কাছে টেনে বাসবো ভালো কত না

মনমাঝারে তোর নাম লিখে করবো প্রার্থনা

তুই ছাড়া মন কাঁদে একলা

তুই হীনা কী করি বুঝি না

तेरे बिना माने ना ये मन मेरा

तू न हो, क्या करे ये दिल बता

তুই চাইলে বল সকাল সাজাই

বৃষ্টি নামাই তোর ইশারায়

মেঠো মেঠো পথে হেঁটে দু'জন

চল রাত নামাই কথায় কথায়

तेरे बिना बावला ये मन मेरा

तू ना हो, क्या करे ये दिल बता