মরছে মরুক, চলছে চলুক, এত কেন লোকে বলছে?
মানুষের জান, কি-বা এত দাম, কার মাথা ব্যথা চলছে?
আজব ব্যাপার, কথা নয় আর, মৃত্যু তো খুবই সত্য
মানুষই তো ভাই, মরে গেছে তাই, কেন এত যে বিরক্ত?
পুলিশ, কিংবা মেজর সিনহা, কিংবা পথের কুলি
মানুষ মেরেছে, মানুষ মরেছে, কেন কিসে যাও ভুলি?
যখন তোমার মৃত্যু সামনে, চুপ করে থেকো যেন
মানুষই তো এসে মারবে মানুষ, বাড়াবাড়ি নয় কোনো
মরছে মরুক, চলছে চলুক, এত কেন লোকে বলছে?
মানুষের জান, কি-বা এত দাম, কার মাথা ব্যথা চলছে?
আজব ব্যাপার, কথা নয় আর, মৃত্যু তো খুবই সত্য
মানুষই তো ভাই, মরে গেছে তাই, কেন এত যে বিরক্ত?
আমি তৈরি, তুমি তৈরি তো? প্রস্তুতি নিয়ে রাখো
হঠাৎ তোমার পথে থামিয়ে সময় তো দিবে নাকো
মানুষ মরছে, মানুষই মেরেছে, মানুষের হবে সাজা
সে সাজাও নাকি মানুষই দেবে, ভেবে দেখো কত মজা
মানুষ এসে যদি মেরে ফেলে, হইচই করা মানা
মানুষের যেন ঘুম না ভাঙে, খেয়াল রেখো ষোলো আনা
যখন তোমার মৃত্যু সামনে, চুপ করে থেকো যেন
মানুষই তো এসে মারবে মানুষ, বাড়াবাড়ি নয় কোনো
মরছে মরুক, চলছে চলুক, এত কেন লোকে বলছে?
মানুষের জান, কি-বা এত দাম, কার মাথা ব্যথা চলছে?
আজব ব্যাপার, কথা নয় আর, মৃত্যু তো খুবই সত্য
মানুষই তো ভাই, মরে গেছে তাই, কেন এত যে বিরক্ত?
মানুষের হাতে মানুষ মরছে সিরিয়া, ফিলিস্তিনে
লিবিয়া, U.S., কাশ্মীর, আর ইথিওপিয়া, গণচীনে
অবাক হচ্ছো? আরে, বোকা নাকি! এটাই নিয়ম, তাই
মানুষই এসে মারবে মানুষ, বাড়াবাড়ি কিসে ভাই?
ভয়ে কুকড়ানো কষ্ট আবেগ, কান্না আসলে আসুক
আমার লাশটা মাটি না পেয়ে মাঝ দরিয়াতে ভাসুক
যখন তোমার মৃত্যু সামনে, চুপ করে থেকো যেন
মানুষই তো এসে মারবে মানুষ, বাড়াবাড়ি নয় কোনো
মরছে মরুক, চলছে চলুক, এত কেন লোকে বলছে?
মানুষের জান, কি-বা এত দাম, কার মাথা ব্যথা চলছে?
আজব ব্যাপার, কথা নয় আর, মৃত্যু তো খুবই সত্য
মানুষই তো ভাই, মরে গেছে তাই, কেন এত যে বিরক্ত?
মরছে মরুক, চলছে চলুক, এত কেন লোকে বলছে?
মানুষের জান, কি-বা এত দাম, কার মাথা ব্যথা চলছে?
আজব ব্যাপার, কথা নয় আর, মৃত্যু তো খুবই সত্য
মানুষই তো ভাই, মরে গেছে তাই, কেন এত যে বিরক্ত?
মানুষই তো ভাই, মরে গেছে তাই, কেন এত যে বিরক্ত?
মানুষই তো ভাই, মরে গেছে তাই, কেন এত যে বিরক্ত?