menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Padma Patay (From Mon Harano Gaan)

Timir Biswas/Bickram Ghoshhuatong
birkevej4huatong
歌词
作品
তুমি দু'হাত ভরা মেঘ

আমি ছায়ায় ঢাকা আনমনা কোন মুখ

তুমি দু'হাত ভরা মেঘ

আমি ছায়ায় ঢাকা আনমনা কোন মুখ

তুমি পদ্মপাতায় জল

আমি পানকৌড়ির ডানায় ভাঙা সুখ

তুমি পদ্মপাতায় জল

আমি পানকৌড়ির ডানায় ভাঙা সুখ

আমি তোমার সাথে চলি ওই মন খারাপের গলি

আমি তোমার কথা কার কাছে বা বলি?

আমি তোমার সাথে চলি ওই মন খারাপের গলি

আমি তোমার কথা কার কাছে বা বলি?

তুমি উজান বাওয়া ঝড়

আমি মন ভাঙা ওই একলা মাঝির গান

মাঝি রে

তুমি উজান বাওয়া ঝড়

আমি মন ভাঙা ওই একলা মাঝির গান

তুমি হাসনুহানার রাত

আমি চাঁদের দেশে মেঘেরই সাম্পান

তুমি হাসনুহানার রাত

আমি চাঁদের দেশে মেঘেরই সাম্পান

তুমি দু'হাত ভরা মেঘ

আমি ছায়ায় ঢাকা আনমনা কোন মুখ

তুমি দু'হাত ভরা মেঘ

আমি ছায়ায় ঢাকা আনমনা কোন মুখ

আমি তোমার সাথে চলি ওই মন খারাপের গলি

আমি তোমার কথা কার কাছে বা বলি?

আমি তোমার সাথে চলি ওই মন খারাপের গলি

আমি তোমার কথা কার কাছে বা বলি?

তুমি রাঙা মাটির পথ

আমি আপন মনে বৈরাগী একতারা

তুমি নদীর জলে চাঁদ

আমি তোমায় দেখে অবাক রাতের তারা

তুমি মেঘের পাড়ে রোদ

আমি জানলা ধরে দু'চোখ ভরে দেখা

তুমি মেঘের পাড়ে রোদ

আমি জানলা ধরে দু'চোখ ভরে দেখা

আমি তোমার সাথে চলি ওই মন খারাপের গলি

আমি তোমার কথা কার কাছে বা বলি?

আমি তোমার সাথে চলি ওই মন খারাপের গলি

আমি তোমার কথা কার কাছে বা বলি?

ও, তুমি কথার শেষে দাঁড়ি

আমি সাদা পাতায় নতুন করে লেখা

更多Timir Biswas/Bickram Ghosh热歌

查看全部logo

猜你喜欢