যেতে পারি আবছায়া
যেতে পারি পাহাড়ের আলো
তুমিও কি রাতজাগা
তুমিও কি এত ভালো
যেতে পারি আবছায়া
যেতে পারি পাহাড়ের আলো
তুমিও কি রাতজাগা
তুমিও কি এত ভালো
যেতে পারি আবছায়া
যেতে পারি পাহাড়ের আলো
তুমিও কি রাতজাগা
তুমিও কি এত ভালো
তুমিও কি রাতজাগা
তুমিও কি এত ভালো
বেসেছিলে ফেলে আসা পথে
রেখেছিলে নৌকো ভাসানো কোনো জল
বেসেছিলে ফেলে আসা পথে
রেখেছিলে নৌকো ভাসানো কোনো জল
আমাদের শেষ হওয়া দিনে
জ্বলে ওঠে দেহ বল্কল
যেতে পারি জলে লেখা
হতে পারি ভুলে যাওয়া গান
তুমিও কি ভুল সুরে
তুমিও কি ডাকনাম
যেতে পারি জলে লেখা
হতে পারি ভুলে যাওয়া গান
তুমিও কি ভুল সুরে
তুমিও কি ডাকনাম
ডেকেছিলে আলতো হাওয়ার পথে
লিখেছিলে অন্ধ পরিণাম
ডেকেছিলে আলতো হাওয়ার পথে
লিখেছিলে অন্ধ পরিণাম
আমাদের শেষ হওয়া ভোরে
জেগে থাকে রাতের অভিমান