menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Ghor Khanay Ke Biraj Kore

Tina Ghoshalhuatong
sonygagnon4huatong
歌词
作品
আমার ঘরখানায় কে বিরাজ করে

আমার ঘরখানায় কে বিরাজ করে

জনম ভরে একদিন

জনম ভরে একদিন

একদিন না দেখলাম তারে

আমার ঘরখানায় কে বিরাজ করে

নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাই নে এই নয়নে

নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাই নে এই নয়নে

হাতের কাছে যার ভবের হাটবাজার

হাতের কাছে যার ভবের হাটবাজার

ধরতে গেলে হাতে পাইনে তারে

আমার ঘরখানায় কে বিরাজ করে

আপন ঘরের খবর হয় না

বাঞ্চা করি পরকে চেনা

আপন ঘরের খবর হয় না

বাঞ্চা করি পরকে চেনা

লালন বলে পর বলতে পরমেশ্বর

লালন বলে পর বলতে পরমেশ্বর

সে কি রূপ আমি কি রূপ ধরি

আমার ঘরখানায় কে বিরাজ করে

জনম ভরে একদিন

জনম ভরে একদিন

একদিন না দেখলাম তারে

আমার ঘরখানায় কে বিরাজ করে

আমার ঘরখানায় কে বিরাজ করে

আমার ঘরখানায় কে বিরাজ করে

更多Tina Ghoshal热歌

查看全部logo

猜你喜欢