menu-iconlogo
huatong
huatong
avatar

Remix তোমাকে চাই আমি আরও কাছে | Tomake Chai Ami Aro Kache

Tomake Chai Ami Aro Kache Remix/Altafkhanhuatong
⍟︎𝑨ltafkhan_σғιcιαℓhuatong
歌词
作品
তোমাকে চাই আমি আরও কাছে

তোমাকে বলার আরও কথা আছে

আমি বলতে পারিনা মূখে তওবা তওবা

দিলে জখম হলো উহু আহা

একি সরম এলো উহু আহা

তোমাকে চাই আমি আরও কাছে

তোমাকে বলার আরও কথা আছে

আমি বলতে পারিনা মূখে তওবা তওবা

দিলে জখম হলো উহু আহা

একি সরম এলো উহু আহা

যদি জানা জানি

হো যদি জানা জানি হয় ভালবাসা

কেমন করে হবে মেলা মেশা

যদি জানা জানি হয় ভালবাসা

কেমন করে হবে মেলা মেশা

মনে জাগে শুধু ভয়,

যদি বেশি কিছু হয়

মনে জাগে শুধু ভয়,

যদি বেশি কিছু হয়

আমি চাইতে পারিনা মূখে তওবা তওবা

দিলে জখম হলো উহু আহা

একি সরম এলো উহু আহা

তোমাকে চাই আমি আরও কাছে

তোমাকে বলার আরও কথা আছে

আমি বলতে পারিনা মূখে তওবা তওবা

দিলে জখম হলো উহু আহা

একি সরম এলো উহু আহা

তুমি দূরে গেলে

তুমি দূরে গেলে হায় বাড়ে জ্বালা

কাছে এলে করো একি খেলা

তুমি দূরে গেলে হায় বাড়ে জ্বালা

কাছে এলে করো একি খেলা

কি যে ছোঁয়া দিয়ে যাও

কিবা না করে দাও

কি যে ছোঁয়া দিয়ে যাও

কিবা না করে দাও

আমি মরে গেলাম সুখে তওবা তওবা

দিলে জখম হলো উহু আহা

একি সরম এলো উহু আহা

তোমাকে চাই আমি আরও কাছে

তোমাকে বলার আরও কথা আছে

আমি বলতে পারিনা মূখে তওবা তওবা

দিলে জখম হলো উহু আহা

একি সরম এলো উহু আহা

দিলে জখম হলো উহু আহা

একি সরম এলো উহু আহা

দিলে জখম হলো উহু আহা

একি সরম এলো উহু আহা

猜你喜欢