এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আজ যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ এখনি বলে দিই
ভালবাসি ভালবাসি ভালবাসি ভালবাসি
চুপ করে থেকো না
কিছু তো বল হ্যাঁ অথবা না
হ্যাঁ যদি হয় হবে
না যদি হয় তবে
কিছু বলো না
তুমি ভেবো না ভাঙ্গবে না বন্ধুত্বটা
হ্যাঁ যদি হয় হবে
না যদি হয় তবে
কিছু বলো না
ভালবাসি (তোমাকে) ভালবাসি (বলে) ভালবাসি (তোমাকে) ভালবাসি
ভালবাসি (তোমাকে) ভালবাসি (বলে) ভালবাসি (তোমাকে) ভালবাসি
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আজ যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ
এখনি বলে দিই
ভালবাসি (এ টুকু শুধু বলার) ভালবাসি (তুমি শুনে নাও আবার) ভালবাসি (ফিরিয়ে দিও না) ভালবাসি
ভালবাসি (এ টুকু শুধু বলার) ভালবাসি (তুমি শুনে নাও আবার) ভালবাসি (ফিরিয়ে দিও না) ভালবাসি
ভালবাসি (এ টুকু শুধু বলার) ভালবাসি (তুমি শুনে নাও আবার) ভালবাসি (ফিরিয়ে দিও না) ভালবাসি
ভালবাসি (এ টুকু শুধু বলার) ভালবাসি (তুমি শুনে নাও আবার) ভালবাসি (ফিরিয়ে দিও না) ভালবাসি
ও হো হো ও