menu-iconlogo
huatong
huatong
avatar

O Thakur

Upal Senguptahuatong
newms20huatong
歌词
作品
ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর

ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর

ঢাকের কাঠি জমজমাটি, পূজোর পার্টি স্টার্ট

ফুলকো লুচি নাচ ধুনুচি, নতুন হেয়ার কাট

ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর

ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর

পেনাম ঠুকে বেজায় সুখে থাকব বারোমাস

ঠাকুরদালান reunion family first class

ফ্যা ফ্যা ফ্যা family রোশনাই

প্যাঁ প্যাঁ প্যাঁ আশ্বিনে সানাই

ফ্যা ফ্যা ফ্যা family রোশনাই

প্যাঁ প্যাঁ প্যাঁ আশ্বিনে সানাই

থামা ধানাই পানাই, চল চাঁদমালা বানাই

একটা বছর যেওনা ফিরে তোমাকে জানাই

Straight তোমাকে জানাই

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

হাসি মুখ থাকুক প্রিয়জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

হাসি মুখ থাকুক প্রিয়জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর

ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর

শরৎ মেঘে গরদ শাড়ি, খুব ভারী সিন্দুক

ভোগের পেসাদ দিওনা বাদ, চুলোয় যা Facebook

ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর

ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর

বরনডালা ফুলের মালা, সামনে দশভূজ

চিঠির গোছা প্রেমের খোঁচা ধুতির কোঁচা loose

মা মা মা দুগ্গাঠাকুর মাঈজি কুছ blessing তোমার চাই জি

দুগ্গাঠাকুর মাঈজি কুছ blessing তোমার চাই জি

দাদু নাতি ভাইজি, চিন্তা তো আর নাই জি

হাসি মজা আনন্দের ই দাও খুলে franchise

খোলো না franchise

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

হাসি মুখ থাকুক প্রিয়জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

হাসি মুখ থাকুক প্রিয়জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

একসাথে থাকুক প্রিয়জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

একসাথে থাকুক প্রিয়জন

ও ঠাকুর যেওনা বিসর্জন

更多Upal Sengupta热歌

查看全部logo

猜你喜欢