menu-iconlogo
huatong
huatong
avatar

Folk Mashup -DJ Rahat

Upload By: Dukhi Morshedhuatong
100014915010huatong
歌词
作品
গান: ডিজে মেশাপ সং

সিঙ্গার: ডিজে রাহাত

কারাওকে: দুঃখী মোরশেদ

মিউজিক: একটু অপেক্ষা করুন

লাউয়ের আগা খায়লাম

ডগা গো খায়লাম

আগা খায়লাম গো.....

লাউয়ের আগা খায়লাম ডগা গো খায়লাম

লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি

হায়রে লাউ দি বানাইলাম ডুগডুগি

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী

মিউজিক: একটু অপেক্ষা করুন

=================

জ্বালায়া চাঁদেরও বাত্তি.........

আমি জেগে রবো সারা রাত্রি গো

জ্বালায়া চাঁদেরও বাত্তি...

আমি জেগে রবো সারা রাত্রি গো

আমি কবো কথা শিশিরেও সনে রে

ভ্রমরা নিশিতে যায়ও ফুলবনে

নিশিতে যায়ও ফুলবনে রে ভ্রমরা

নিশিতে যায়ও ফুলবনে

===================

সোহাগ চাঁন্দ বদনী ধনি নাচতো দেখি

সোহাগ চাঁন্দ বদনী ধনি নাচতো দেখি

বালা নাচতো দেখি

বালা নাচতো দেখি

বালা নাচতো দেখি

সোহাগ চাঁন্দ বদনী ধনি নাচতো দেখি

মধু হই হই বিষ হাবাইলা

মধু হই হই বিষ হাবাইলা

হন হারনে ভালবাসার দাম নদিলা

হায় হায় কোন দোষ আন পাই

ভালবাসার দাম নদিলা

আরে মধু হই হই বিষ হাবাইলা

মধু হই হই বিষ হাবাইলা

হন হারনে ভালবাসার দাম নদিলা

হায় হায় কোন দোষ আন পাই

ভালবাসার দাম নদিলা

লোকে বলে বলেরে, ঘর বাড়ী বালা নাই আমার

ও লোকে বলে বলেরে, ঘর বাড়ী বালা নাই আমার

কি ঘর বানাইমো আমি

কি ঘর বানাইমো আমি

শুন্যরে মাজার

লোকে বলে বলেরে, ঘর বাড়ী বালা নাই আমার

ও লোকে বলে বলেরে, ঘর বাড়ী বালা নাই আমার

সোনার ময়না ঘরে তুইয়া

সোনার ময়না ঘরে তুইয়া

বাইরে তালা লাগাইছে

রশিক আমার মন বান্দিয়া পিঞ্জির বানাইছে

রশিক আমার মন বান্দিয়া পিঞ্জির বানাইছে

মিলন হবে কত দিনে

ও মিলন হবে কত দিনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে

মিলন হবে কত দিনে

ও মিলন হবে কত দিনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে

================

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান

মিলিয়া বাউলা গান আর মুর্শিদে গায়তাম

হায়রে মিলিয়া বাউলা গান আর মুর্শিদে গায়তাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা

আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা

আগে কি সুন্দর দিন কাটাইতাম

================

একতারা বাজাইও না

দোতারা বাজাইও না

একতারা বাজাইও না

দোতারা বাজাইও না

গিটার আর কংগো বাজাওরে

তোমরা গিটার আর কংগো বাজাওরে

একতারা বাজাইলে মনে পড়ে যায় আমার

একতারা বাজাইলে মনে পড়ে যায়

একদিন বাঙ্গালী ছিলামরে এ এ এ

একদিন বাঙ্গালী ছিলামরে

কারাওকে: দুঃখী মোরশেদ

**সবাইকে অসংখ্য ধন্যবাদ**

更多Upload By: Dukhi Morshed热歌

查看全部logo

猜你喜欢