কেঁদে কেঁদে মন ক্লান্ত এখন
দুঃখ করেছি বরণ
কেঁদে কেঁদে মন ক্লান্ত এখন
সুখ হলো না আপন
শুধু তোমার কারনে
এতো কষ্ট জীবনে
শুধু তোমার কারনে
কষ্ট নিয়েছি মেনে
মেনে নিতে পারিনি
তুমি সুখী হও নি
শুনেছি বিরহে তোমার কাটছে জীবন
কেঁদে কেঁদে মন ক্লান্ত এখন
দুঃখ করেছি বরণ
আমিও দুঃখী...
তুমিও দুখী ...
পড়েছে ভুলের ফাঁদে মন দুজনার
জীবন নদী আজও অবধি
ভাটার নাগাল পেলে পেলোনা জোয়ার
শুধু তোমার কারনে
এতো কষ্ট জীবনে
শুধু তোমার কারনে
কষ্ট নিয়েছি মেনে
মেনে নিতে পারিনি
তুমি সুখী হও নি
শুনেছি বিরহে তোমার কাটছে জীবন
কেঁদে কেঁদে মন ক্লান্ত এখন
দুঃখ করেছি বরণ
ভেঙ্গেছে আশা,বুকে হতাশা
সোনালী আদর মেলা
মেঘে ঢেকে যায়
স্বপ্ন আমার কেন বারে বার
সীমাহীন বিষাদে আঁধারে লুটায়
শুধু তোমার কারনে
এতো কষ্ট জীবনে
শুধু তোমার কারনে
কষ্ট নিয়েছি মেনে
মেনে নিতে পারিনি
তুমি সুখী হও নি
শুনেছি বিরহে তোমার কাটছে জীবন
কেঁদে কেঁদে মন ক্লান্ত এখন
দুঃখ করেছি বরণ
কেঁদে কেঁদে মন ক্লান্ত এখন
সুখ হলো না আপন
শুধু তোমার কারনে
এতো কষ্ট জীবনে
শুধু তোমার কারনে
কষ্ট নিয়েছি মেনে
মেনে নিতে পারিনি
তুমি সুখী হও নি
শুনেছি বিরহে তোমার কাটছে জীবন
কেঁদে কেঁদে মন ক্লান্ত এখন
দুঃখ করেছি বরণ