menu-iconlogo
huatong
huatong
avatar

Dhak baaja komor nacha(YesAbhi)

YesAbhihuatong
YesAbhi143🄾🅆🄽🄴🅁🎉🄼🅆🎉huatong
歌词
作品
❤??????ℎ?143?❤

??????? ?? ?? ??????????

?????ℎ?143?????????

?ℎ?? ????? ???????? ??

?

?????ℎ?143?????????

???? ?121668 ?????? ? 238733

(ছেলে)-ঠাকুর থাকবে কতক্ষন

ঠাকুর যাবে বিসর্জন..

(ছেলে)-মনে সুর ঢ্যান কুরাকুর

খুশির মেজাজ,

এবারে জমবে দেখো

ভাসানেরই নাচ।

হে মনে সুর ঢ্যান কুরাকুর

খুশির মেজাজ,

এবারে জমবে দেখো

ভাসানেরই নাচ।

বরন ডালা, যাবার পালা

যেওনা চলে মা থাকো কিছুক্ষণ ..

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন।

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন।

❤??????ℎ?143?❤

(মেয়ে)-বিদায় বেলা হোক সিঁদুর খেলা

মাগো সবার চোখ হয় যে ছলছল,

আলতা রাঙা পায়, অপার মহিমায়

মাগো তোমার রূপ করে যে ঝলমল।

(ছেলে)-আলোর ভুবন, মায়ার জীবন

আরে আলোর ভুবন, মায়ার জীবন

তোমার পায়ে যে করেছি সমর্পণ ..

(মেয়ে)-ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন।

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন।

❤??????ℎ?143?❤

(ছেলে)-এলো খুশির হাওয়া

তোমার চরণ ছোঁওয়া,

মনের সুখেই নাচি ধুনুচি নাচ।

কাঁসর ঘন্টার তালে

সবার কোমর দোলে

মাতাল ভুবন ঢাকের আওয়াজ।

(মেয়ে)-এসো মা ঘরে বছর পরে......

এসো মা ঘরে বছর পরে

তোমারই আশায় থাকবো সারাক্ষণ ..

(ছেলে)-ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন ..

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন ..

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন ..

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন ..

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন ..

যাবে মা, যাবে বিসর্জন

যাবে মা, যাবে বিসর্জন

?????? ?????? ????

❤?????? ??❤

?

???????143?????????

更多YesAbhi热歌

查看全部logo

猜你喜欢