Ki Kore Toke Bolbo
অরিজিৎ সিং
Uploaded: Ahsan_SaM
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার
Uploaded: Ahsan_SaM
মনেরই একূল-ওকূল
দিয়েছে প্রেমের মাশুল
চাউনিরা দিশেহারা
তোর কাছে চায় ইশারা
আজ বারে বার
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
Uploaded: Ahsan_SaM
ভিড়েতে দাঁড়াই একা
তোর যদি না পাই দেখা
হারানো পথের মতো
খুঁজে মরি তোকে কত
হাজারো বার
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার