menu-iconlogo
huatong
huatong
avatar

️নবী মোর পরশ মনি ️ Nobi mor porosh Moni ️

ইসলামিক গজল বাংলা গজলhuatong
godswork1huatong
歌詞
作品

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

ঐ নামে সুর ধরিয়া

পাখী যায় গান করিয়া...

ঐ নামে সুর ধরিয়া

পাখী যায় গান করিয়া...

ঐ নামে মজনু হইলো,

ঐ নামে মজনু হইলো, মওলা আমার কাদের গনি।

ঐ নামে মজনু হইলো, মওলা আমার কাদের গনি।

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

ঐ নামে মধু মাখা

ঐ নামে যাদু রাখা..

ঐ নামে মধু মাখা

ঐ নামে যাদু রাখা..

ঐ নামে আকুল হয়ে

ঐ নামে আকুল হয়ে,ফুল ফোঁটে সোনার বরণে..

ঐ নামে আকুল হয়ে,ফুল ফোঁটে সোনার বরণে..

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

নিদানে আখেরাতে

ত্বরাইতে পুল সিরাতে...

নিদানে আখেরাতে..

ত্বরাইতে পুল সিরাতে...

কান্ডারী হইয়া নবী

কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী।

কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী।

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

更多ইসলামিক গজল বাংলা গজল熱歌

查看全部logo

猜你喜歡